কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজের আট ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাইফ গার্ড কর্মীরা ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে বলে জানান পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
নিহত মো. তাহসিন (১৬) কুমিল্লা সদরের কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে সে নিখোঁজ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, বিকাল সাড়ে ৩টায় সৈকতের শৈবাল পয়েন্ট সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা বিচ কর্মীদের খবর দেয়। পরে বিচ কর্মীরা স্থানীয় লাইফ গার্ড কর্মীদের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে।
“তাহসিনের সঙ্গে বেড়াতে আসা তার বন্ধুরা লাশটি শনাক্ত করে,” বলেন পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান সকালে জানান, “ শুক্রবার সকালে কুমিল্লা থেকে মো. তাহসিনসহ চার বন্ধু কক্সবাজার বেড়াতে আসে। তারা কক্সবাজার পৌঁছে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে যায়; সাগরে গোসলে নামে।
“এক পর্যায়ে মো. ফয়সাল (১৬) ও তাহসিন স্রোতের টানে ভেসে যেতে থাকে। এ সময় অন্য বন্ধুরা ফয়সালকে উদ্ধার করতে পারলেও মো. তাহসিন নিখোঁজ হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।