ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটগুলোয় দীর্ঘসময় ধরে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের সারিও কমতে শুরু করেছে।
Published : 11 Dec 2024, 11:33 AM
ঘন কুয়াশার কারণে আট ঘণ্টার বেশি বন্ধ থাকার মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট নৌপথে পর ফেরি চলাচল শুরু হয়েছে।
এর বুধবার সকাল সোয়া ৯টার দিকে ফেরি নৌপথ দুটিতে চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম এবং আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
পাটুরিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার সকালে কুয়াশা কেটে যাওয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, মঙ্গলবার রাতে নদীতে কুয়াশার তীব্রতায় চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে কুয়াশার তীব্রতা কমায় বুধবার সকাল সোয়া ৯টা থেকে আরিচা কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল শুরু হয়েছে।
এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটগুলোয় দীর্ঘসময় ধরে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের সারিও কমতে শুরু করেছে।