দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স একে ‘নিদারুণ ট্র্যাজেডি’ অ্যাখ্যা দিয়েছেন।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সংঘর্ষে দুই যুবক নিহতের একদিন পর এলাকার অন্তত ৪০টি বাড়িতে আগুন দিয়েছে একদল গ্রামবাসী।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফ মিয়া জানান।
গত বুধবার সকালে ঘোড়াঘাটের খোদাতপুর চারমাথা মোড়ে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে দুই যুবক নিহত হন; আহত হন অন্তত চারজন। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর জেরে বৃহস্পতিবার দুপুরে একদল গ্রামবাসীর দেওয়া আগুনে প্রতিপক্ষের প্রায় ৪০টি ঘরসহ আসবাবপত্র ও খড়ের পালা পুড়ে যায় বলে পুলিশ জানায়।
পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওসি আশ্রাফ মিয়া জানান, পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়ে বিক্ষুব্ধদের শান্ত করা চেষ্টা করা হচ্ছে।