জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরে সংঘর্ষ, নিহত ২

সংঘর্ষে আহত আরও চার জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2023, 08:49 AM
Updated : 25 Jan 2023, 08:49 AM

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চার জন।

বুধবার সকালে উপজেলার খোদাতপুর চারমাথা মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) এবং ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আবু হাসান কবির জানান- নিহতদের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বুধবার সকালে জমির দখল নিয়ে দুই পক্ষ লাঠিসোটাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হয়ে মিম ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষে আহত আরও চার জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে  রয়েছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।