দিনাজপুরে প্রহরীকে হত্যার দুই যুগ পর ৩ জনের যাবজ্জীবন

১৯৯৭ সালে এক প্রহরীকে খুনের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন বিচারক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 09:33 AM
Updated : 29 May 2023, 09:33 AM

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ডের ২৬ বছর পর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুরের দুই নম্বর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় সোমবার এ মামলার রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান।

দণ্ডিতরা হলেন- চিরিরবন্দরের দক্ষিণ শুকদেবপুর গ্রামের আফজাল হোসেন, উত্তর ভোলানাথপুর গ্রামের আব্দুল লতিফ ও শামশুল ওরফে শামসুল হক।

রায়ে অন্য এক ধারায় আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, ১৯৯৭ সালের ৩১ জুলাই চিরিরবন্দরের কারেন্টহাটের একটি মিলে দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হন তজিমুদ্দিন নামের এক নিরাপত্তাকর্মী। কিন্তু ২ অগাস্ট মিল মালিক সামসুদ্দিন জানান, তজিমুদ্দিন ডিউটিতে যাননি। পরদিন বাড়ি কাছে একটি পুকুরে তজিমুদ্দিনের লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় নিহতের স্ত্রী আরজিনা ৬ অগাস্ট চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পাঁচজনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে একজন মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তার নাম বাদ পড়ে।