বগুড়ায় খাবার কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর

শিশুটি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 10:59 AM
Updated : 28 May 2023, 10:59 AM

বগুড়ার আদমদীঘি উপজেলায় খাবার কিনে বাড়ি ফেরার সময় বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ৮টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ডালম্বা বটতলীতে এ ঘটনা ঘটে বলে জানান আদমদীঘি থানার ওসি রেজাউল করিম। 

নিহত ৯ বছর বয়সি আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে এবং সে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

স্বজনের বরাত দিয়ে ওসি রেজাউল করিম বলেন, “ডালম্বা বটতলীতে একটি দোকান থেকে খাবার কিনে বাড়ি ফিরছিল ওই শিশু। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বগুড়াগামী অজ্ঞাত একটি বাস আবু বক্করকে চাপা দিয়ে পালিয়ে যায়।“ 

তিনি আরও বলেন, “এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করেছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।” 

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।