বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট মোড়ের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল।
আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে; পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি হরিদাস বলেন, দুপুরে রাজশাহী থেকে মাছের খাবার নিয়ে একটি পণ্যবাহী ট্রাক বাগমারা দিকে যাচ্ছিল। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নন্দনহাটে পাঁচটি মোটরসাইকেলে কয়েক ব্যক্তি এসে ট্রাকটি থামিয়ে প্রথমে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
পরে তারা ট্রাকটি ভাঙচুর করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়ে চলে যান বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ট্রাকে চালক ও তার সহযোগীসহ তিনজন ছিলেন; ভাঙচুরের সময় তারা ভয়ে দৌড়ে পাশের বিলে চলে যান। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি হরিদাস।