এ সময় তিনি বলেন, কাফনের কাপড়ে পকেট থাকে না।
Published : 12 Apr 2023, 09:54 PM
ঈদকে সামনে রেখে পরিচ্ছন্নতাকর্মীর মাঝে নিজের বেতন, বোনাস ও সম্মানী থেকে ছয় লক্ষাধিক টাকা বিতরণ করেছেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র ১২৪ পরিচ্ছন্নতাকর্মীর পরিবারে ৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা এএইচএম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ কাউন্সিলর ও অন্য কর্মচারীরা ছিলেন।
মেয়র রকিব হোসেন বলেন, “কাফনের কাপড়ে পকেট থাকে না।
আমি মারা গেলে কোনো অর্থ-সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারব না। তাই আমি আমার বেতন, বোনাস ও সম্মানীর গচ্ছিত টাকা থেকে ১২৪ পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছি। এ দিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করবে; এতেই আমার আনন্দ।
আগামীতেও প্রতি ঈদুল ফিতরে পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ অনুদান অব্যাহত রাখবেন বলেন জানান এই পৌর মেয়র।
রিয়াদ মোল্লা, ইমরান তালুকদার ও উজ্জ্বল জমাদার নামের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী বলেন, দীর্ঘদিন তারা গোপালগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। তারা হাড়ভাঙা পরিশ্রম করেন; এতে যে বেতন ও বোনাস পান তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। এর আগে কোনো মেয়র তাদের জন্য এমন কিছু করেননি। এবারই প্রথম মেয়র তার বেতন ও বোনাসের টাকা পৌর পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ভাগ করে দিলেন।