বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ; যা গত বছর ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।
Published : 12 May 2024, 02:54 PM
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের চেয়ে এবার পাসের হার এবং জিপিএ-৫ কমেছে।
এ বছর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ; যা গত বছর ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।
রোববার দুপুর পৌনে ১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য জানান।
তিনি বলেন, “গত বছরের চেয়ে পাসের হার কমেছে। কিন্তু ফলাফলের গুণগত মান বেড়েছে। অসম্ভব ভাল ফল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত পথেই আমরা হেঁটেছি। যার কারণে ফলাফলের বিপর্যয় ঘটেনি।”
অরুণ কুমার গাইন বলেন, এ বছর পাসের হারের সঙ্গে সঙ্গে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী। যা গত বছর ছিল ৬ হাজার ৩১১ জন। এ ছাড়া কারাগার থেকে তিন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তারা সবাই পাশ করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ৮৮ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৭ হাজার ৭৩৪ জন। পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। বহিষ্কার হয়েছে ৫১ জন পরীক্ষার্থী।
বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর ১ হাজার ৪৮৯টি বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে বলে জানান তিনি।