গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি।
Published : 11 May 2024, 07:24 PM
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভোটের ফল ঘোষণার পর নির্বাচন কর্মকর্তার উপর পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থীর হামলার মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- মিজানুর রহমান গাজী, সিফাত হাওলাদার, মো. সেলিম, শরীফ আনোয়ারুল কবির, সজীব হাওলাদার, আবুল বাশার বাচ্চু, জিলান হাওলাদার, রাকিব খান, রিফাত হাওলাদার ও ইমরুল হাসান লিমন।
বুধবার উপজেলার নির্বাচনের প্রথম ধাপে বাকেরগঞ্জের ভোটের ফল ঘোষণার পর তা না মেনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও তার সমর্থকরা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামকে বেধড়ক মারধর করে।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাদের রক্ষা করতে গেলে সংঘর্ষ বাঁধে। তখন সমর্থকদের ছোঁড়া ইট-পাটকেলে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও বাকেরগঞ্জ থানার এসআই মো. ফারুক খান বাদী হয়ে পৃথক দুই মামলা করেন।
নির্বাচন কর্মকর্তার করা মামলায় একমাত্র নামধারী সাইফুল ইসলাম ডাকুয়াসহ অজ্ঞাতনামা ৭০ জন আসামি রয়েছে। পুলিশের মামলায় অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ভিত্তি ছাড়া ফলাফল প্রত্যাখ্যান করে তারা অহেতুক হামলা করেছে। এর জন্য কঠোর শাস্তি হওয়া উচিত। আমি তাদের শাস্তি চাই।”
ওসি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকেই মূল আসামি সাইফুল ইসলাম ডাকুয়া পলাতক। তিনিসহ জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন