আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপারের দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলবে।
Published : 08 Oct 2024, 08:20 PM
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ থাকবে।
তবে এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে সোমবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে এ কার্যক্রম যথারীতি আবার শুরু হবে।
দুই দেশের ব্যবসায়ী সংগঠন ভারতের ‘মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন’ ও ‘সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ’ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন জানান।
সোনামসজিদ ইমিগ্রেশনের উপ-পরিদর্শক জাফর ইকবাল বলেন, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রী পারাপারের দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলবে।