রাস্তা পার হওয়ার সময় একটি বাস উল্টো পথে এসে তাকে ধাক্কায় দেয়।
Published : 29 Jul 2023, 05:41 PM
মাদারীপুরের সদর উপজেলায় একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় এক নারী মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান।
নিহত ফাতেমা বেগম (৫২) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার মোশাররফ হাওলাদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, সকাল ১০টার দিকে মস্তফাপুর বাসস্ট্যান্ডের একটি লেন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ফাতেমা বেগম।
তিনি বলেন, এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি বাস উল্টো পথে এসে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
ওসি আরও বলেন, পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।