রোববার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোণার দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
Published : 15 Sep 2024, 10:13 PM
দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি অপকর্ম করার চেষ্টা করেন তাহলে তিনি যেই হোন কেন তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
তিনি বলেছেন, “দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা সমাজের ন্যায়বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। তিনি বা তারা যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না বলে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে অনেককেই দল থেকে বহিষ্কারসহ নানা শাস্তি দেওয়া হয়েছে।”
রোববার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোণার দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এই সভার আয়োজন করে।
জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, “কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে।”
তিনি বলেন, “দুর্গাপুরকে হিন্দু-মুসলিম, হাজং, গারো, খ্রিস্টানসহ সবার বাসযোগ্য করে গড়ে তোলা হবে। রাজনীতি মানে শুধু রাস্তায় স্লোগান দেওয়া নয়, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। রাজনীতি করে কতুটুকু পেয়েছেন তার হিসাব না করে কতটুকু দিতে পারছেন, দিতে পারবেন সেজন্য প্রস্তুতি নেন।”
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইমাম হাসান আবুচান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পূণ্য ও শহিদ পরিবারের সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলায় নিহত মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামের পরিবারকে কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।