পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
Published : 15 Feb 2025, 10:26 PM
কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এসপি মো. মাহফুজুর রহমান জানান।
তিনি বলেন, দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান বলেন, “শনিবার দুপুরে গ্রেপ্তারদের কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে নিলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।”