Published : 07 Mar 2025, 10:12 PM
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরে ডুবে সমবয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশিন নাজিয়া জানান।
চার বছর বয়সি নিহত সাফায়াত ও একই বয়সি ফারহান (৪) উপজেলার রসুলপুর গ্রামের সরোয়ার হোসেন ও প্রতিবেশি সোহাগ হোসেনের ছেলে।
পরিবার থেকে জানা যায়, শিশু দুটি বিকালে বাড়ির পাশে খেলছিল। তখন সবার অলক্ষ্যে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।
এক পর্যায়ে শিশু দুটিকে ওই পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ওসি আরিফুল ইসলাম বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।”