বৃহস্পতিবার বিকালে আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার নুন গোলা গ্রামে এ ঘটনা ঘটে।
Published : 20 Feb 2025, 10:38 PM
তিন মাস বয়সী সন্তানকে চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর আগুনযুক্ত কাঠ দিয়ে নিজের মাকেও পিটিয়ে হত্যার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার নুন গোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ সুপার মনিরুল ইসলাম।
আটক শান্তা আক্তার আঁখি (৩১) গ্রামের খোদা বক্সের মেয়ে। নিহতরা হলেন- খোদা বক্সের স্ত্রী ও শান্তার মা হোসনে আরা বেগম (৬৫) এবং শান্তার মেয়ে আশরাফী খাতুন।
শান্তার স্বামী আজহারুলের বাড়ি একই উপজেলার কুশখালী গ্রামে। বুধবার শান্তা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছেন।
প্রতিবেশী ও স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে তিন মাসের সন্তান আশরাফীকে জলন্ত চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর গর্ভধারিনী মাকেও আগুনযুক্ত কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে শান্তা। এ সময় বাড়িতে আর কেউ ছিল না।
নিহত হোসনে আরার আরেক মেয়ের স্বামী সোহাগ জানান, শান্তার আগে একটি বিয়ে হয়েছিল। সেখানে কোনো সন্তান ছিল না। পরে দ্বিতীয় বিয়ের পর তার একটি মেয়ে হয়।
তিনি আরও বলেন- “দ্বিতীয় স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে নানা সমস্যায় জর্জরিত ছিল শান্তা। সেখান থেকে মানসিকভাবে অসুস্থ ছিল শান্তা। এরই ধারাবাহিকতায় এমন দুর্ঘটনা ঘটতে পারে।”
সোহাগ আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে আজহারুলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এছাড়া আজহারুলের বাড়ির সবাই পলাতক বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ সুপার মনিরুল ইসলাম মোবাইলে সাংবাদিকদের জানান, অভিযুক্ত শান্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। অধিকতর তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।
এছাড়া নিহত হোসনে আরা ও আশরাফির মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।