কৃষক সমিতির নেতৃত্বে ফের সবুর-চন্দন

সারাদেশের ৫০ জেলার দেড় শতাধিক উপজেলার ৩৫০ প্রতিনিধি কাউন্সিলে অংশ নেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2023, 02:41 PM
Updated : 17 Feb 2023, 02:41 PM

বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনে এস এম এ সবুর সভাপতি এবং কাজী সাজ্জাদ জহির চন্দন সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।  

দুদিনব্যাপী সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুক্রবার সকাল ১০টা থেকে বগুড়া শহীদ টিটু মিলনায়নে শুরু হয়। সন্ধ্যার পর ৫৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয় বলে জানান বিগত কমিটির নির্বাহী সদস্য লাকী আক্তার।

কমিটিতে সহসভাপতি হয়েছেন- নুরুর রহমান সেলিম, আলতাফ হোসাইন, বিপ্লব চাকী, নিমাই গাঙ্গুলী, কাজী সোহরাব হোসেন, আতাউর রহমান কালু, পুলক কুমার দাশ এবং এস এ রশীদ।

জাহিদ হোসেন খান ও সুকান্ত শফি চৌধুরী কমল নতুন কমিটির সহসাধারণ সম্পাদক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবিদ হোসেন। কমিটির ৪৫ জনের নাম ঘোষণা করা হয়েছে; বাকি ১০ জনকে পরবর্তী সময়ে কো-অপ্ট করার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।

১০ দফা দাবি আদায়ে জোরদার কৃষক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে বৃহস্পতিবার বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে সম্মেলনের উদ্বোধন হয়।

কাউন্সিল অধিবেশনকে ঘিরে গোটা টিটু মিলনায়তন চত্বর যেন উৎসবমুখর হয়ে উঠে। কৃষক সমিতির নেতাকর্মী ছাড়াও কমিউনিস্ট পার্টি, গণসংগঠন এবং বামপন্থি লোকজনও সেখানে উপস্থিত হন।

কাউন্সিলে সভাপতিমণ্ডলীর দায়িত্ব পালন করেন এস এম এ সবুর, কাজী সোহরাব হোসেন, আলতাফ হোসাইন, বিপ্লব চাকী, নিমাই গাঙ্গুলি ও শামসুজ্জামান হীরা।

সারাদেশের ৫০ জেলার দেড় শতাধিক উপজেলার ৩৫০ জন প্রতিনিধির উপস্থিতিতে শোক প্রস্তাব উত্থাপন করেন বিগত কমিটির নির্বাহী সদস্য লাকী আক্তার। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক রিপোর্ট দেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান।

কাউন্সিল অধিবেশনে কৃষি ও কৃষকের সমস্যা নিরসনে ৩৯টি প্রস্তাব গৃহীত হয়। কাউন্সিল অধিবেশনে রিপোর্টের উপর বিভিন্ন জেলার প্রতিনিধিরা আলোচনা করেন। তারা শক্তিশালী কৃষক সংগঠন ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে আগত বিদেশি অতিথিরা কাউন্সিলে শুভেচ্ছা বক্তব্য দেন।

আরও পড়ুন:

Also Read: কৃষকের সংকট আজ জাতীয় সংকট: সিপিবি সভাপতি