“এটা কোনো বোমা কিংবা বিষ্ফোরক নয়। আমাদের ধারণা এটি লোহার গেইটে লাগানো কোনো গোলাকার ধাতব বস্তু”, বলেন নগর পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের এক কর্মকর্তা।
Published : 16 Feb 2025, 06:42 PM
চট্টগ্রামে ট্রাফিক পুলিশের একটি বক্সের সামনে গোলাকার বস্তু দেখে ‘বোমা আতঙ্ক’ সৃষ্টি হয়েছিল; উদ্ধারের পর যেটিকে ‘গোলাকার ধাতব বস্তু’ বলে ধারণা করছে পুলিশ।
রোববার বিকালে নগরীর ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরিদর্শক সঞ্জয় গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাফিক বক্সের সামনে মাটি ও গাছের স্তুপের মধ্যে এটি পড়ে ছিল। আমরা সেটি সরিয়ে নিয়ে দেখেছি, এটা কোনো বোমা কিংবা বিষ্ফোরক বস্তু নয়।
“হলুদ রঙের ওয়েল্ডিংয়ের দাগযুক্ত বলটির ওজন আনুমানিক ৫০০ গ্রাম। আমাদের ধারণা এটি লোহার গেইটে লাগানো কোন গোলাকার ধাতব বস্তু।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে গোলাকার বস্তুটি দেখার পর অনেকের মধ্যে বোমা আতঙ্ক সৃষ্টি হয়। এটি দেখতে লোকজন জড়ো হয়। পরে টহল পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে এবং লোকজনকে সরিয়ে দেয়। পাশের চায়ের দোকানও বন্ধ করে দেয়।