খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
Published : 19 Feb 2025, 11:58 AM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্যা।
এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহত ব্যক্তি কাভার্ড ভ্যান চালক ছিলেন। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই রোমান মোল্যা বলেন, খুলনা থেকে ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা নোভা কুরিয়ার সার্ভিসের একটি কভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে কভার্ড ভ্যানের চালক মারা যান। আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানান এসআই রোমান মোল্যা।
তিনি বলেন, দুর্ঘটনার পর সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়া হলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।