পারিবারিক খরচের জন্য আত্মীয়ের দেওয়া পাঁচ হাজার টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির দিকে রওনা হয়েছিলেন আনিসুর।
Published : 23 Nov 2024, 05:10 PM
রাজশাহী বাঘায় আমবাগান থেকে এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাগানে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন বাঘা থানার ওসি আবু সিদ্দিক।
নিহত আনিসুর রহমান (৪২) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। পেশায় কৃষক আনিসুরের দুই মেয়ে ও এক ছেলে।
নিহতের স্ত্রী পারভীন খাতুন জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে যান তার স্বামী। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হলেও তার সন্ধান মেলেনি।
পরে শনিবার সকালে লোক মারফত জানতে পারেন বজলু মাস্টারের আমবাগানে তার স্বামীর গলা কাটা লাশ পড়ে আছে।
নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান বলেন, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে আনিসুরের এক আত্নীয় তাকে পারিবারিক খরচের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিল। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির দিকে রওনা হয়েছিলেন আনিসুর।
“প্রাথমিক ধারণা করা হচ্ছে, এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে। কারণ যে পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল সে টাকা পাওয়া যায়নি।“
ওসি আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, “কে বা কারা এবং কী কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”