শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
Published : 17 Oct 2024, 03:35 PM
আশুলিয়ায় কানাডিয়ান মালিকের তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তাকে সরানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেন তারা।
তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণ ও টিফিন বিল বাড়িয়ে বেতনের সঙ্গে সংযুক্ত করা। পরে মালিকপক্ষ তাদের সব দাবি মেনে নিলে তারা কাজে যোগ দেন ।
শ্রমিকদের অভিযোগ, কিছু দিন যেতে না যেতেই কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে। প্রথম দিকে কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে কর্তৃপক্ষ আবার তাকে কারখানায় যোগদান করায়। টিফিন বিলও বেতনের সঙ্গে সংযুক্ত করা হয়নি।
ফলে তারা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, শিল্পপুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে, খুব ঝামেলায় আছি৷ পরে ফোন দিয়েন।”
সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, “শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে প্রায় ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।”
শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।”