দুপুরে জেলা স্টেডিয়ামে প্রবেশ করার সময় কথা কাটাকাটি এক পর্যায়ে ছাত্রদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়।
Published : 22 Nov 2024, 09:40 PM
পিরোজপুরে জেলা ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান।
আহত আল ইমরান (২৮) জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের ছোট ভাই। ইমরান সদর হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা স্টেডিয়ামে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ চলছিল। এ সময় স্টেডিয়ামের গেইট দিয়ে প্রবেশের সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির শেখের সঙ্গে ছাত্রদল নেতা ইমরানের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মনির শেখ তার লোকজন নিয়ে ইমরানকে পিটিয়ে তার এক হাত ভেঙে দেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ইমরানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।
সামান্য কথা-কাটাকাটি নিয়ে মনির ও তার লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের।
হামলাকারীদের সন্ত্রাসী দাবি করে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন জানান, তারা সামান্য বিষয়ে অমানবিকভাবে ইমরানকে পিটিয়ে আহত করেছে।
এ বিষয় জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং সহসভাপতি মনির শেখকে একাধিক বার ফোন করা হলেও তারা রিসিভ করেননি। এ ছাড়া অন্য কেউ কথা বলতে রাজি হয়নি।
লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আব্দুস সোবহান।