“আমাকে লোকজন নিয়ে যেতে বলায় আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাব।”
Published : 11 Jul 2023, 11:52 PM
ঢাকার ‘শান্তি সমাবেশে’ ২৫০ গাড়ির বহর নিয়ে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বুধবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার শান্তি সমাবেশে আমাকে লোকজন নিয়ে যেতে বলায় আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাব। এজন্য ২৫০ গাড়ি মোতায়েন থাকবে।
তবে তাকে কে লোক নিয়ে যেতে বলেছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।
জাহাঙ্গীর আলম সবশেষ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেই কমিটির সভাপতি হিসেবে আছেন জাহাঙ্গীরের ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান।
আজমত উল্লাহ খানের নেতৃত্বে গাজীপুর থেকে দলের নেতাকর্মীরাও ঢাকার সমাবেশে যোগ দেবেন।
আজমত উল্লাহ খানের নেতৃত্বে দলীয় লোকজনের বহরে একসঙ্গে যাবেন কি-না এমন প্রশ্ন করা হলে জবাবের আগেই মোবাইল ফোন রেখে দেন জাহাঙ্গীর।
ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে আজমত উল্লা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার তিনিও আট থেকে ১০ হাজার দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় যাবেন।
“প্রতি থানার জন্য ১০টি গাড়ি মোতায়েন থাকবে। স্বল্প সময়ে ৮-১০ হাজার নেতাকর্মী ঢাকায় নিতে যতগুলো গাড়ির প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ছাড়া দলীয় নেতাকর্মীরা নিজস্ব গাড়ি নিয়ে শান্তি সমাবেশে যোগ দেবেন। তারপরও গাড়িতে লোকজন যেতে না পারলে নেতাকর্মীদের ট্রেনে করে ঢাকায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ নিয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হয়েছে কি-না জানতে চাইলে আজমত বলেন, “আমি যতটুকু জানি গতকাল (সোমবার) পর্যন্ত জাহাঙ্গীর আলম ও তার মা দেশের বাইরে (সিঙ্গাপুরে) আছেন। তিনি দেশে ফিরেছেন কি-না জানি না।
“তার সঙ্গে ঢাকায় যাওয়ার ব্যাপারে কোনো কথা হয়নি।”
একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে জোটভুক্ত ও সমমনা দল নিয়ে বিএনপি আন্দোলনের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।