জরিমানার পাশাপাশি ভাটায় প্রস্তুত রাখা ইট ধ্বংস করা হয়েছে।
Published : 20 Jan 2025, 10:39 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত চারটি ইটভাটা মালিককে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানান আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পুলিশ এবং ফায়ার সার্ভিসের টাস্কফোর্স।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, হাই কোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী কৃষি জমিতে স্থাপিত এবং অনুমোদনবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের এল এম বি ব্রিকসকে দুই লাখ টাকা, ওয়ান স্টারকে দুই লাখ, সান টু ব্রিকসকে এক লাখ এবং জে আর ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রওজাতুন জান্নাত বলেন, “লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পরে ভাটায় প্রস্তুত রাখা ইট ধ্বংস করা হয়।
এমন অভিযানে এলাকার পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।