সুনীতি মিস্ত্রি নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে মাদার্শী গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন।
Published : 02 Mar 2025, 12:01 AM
বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে যাওয়ায় গলায় ফাঁস পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার চতলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
নিহত সুনীতি মিস্ত্রি (৭০) উপজেলার হাউরের পাড় এলাকার সুনীল মিস্ত্রির স্ত্রী।
স্বজনদের বরাতে ওসি আব্দুস সালাম জানান, সুনীতি মিস্ত্রি নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে মাদার্শী গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে চতলবাড়ী এলাকায় পৌঁছলে তার শাড়ির আঁচল ইজিবাইকের চাকায় পেচিয়ে যায়।
এতে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।