রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে একজন আহত হয়েছেন।
Published : 28 Jun 2024, 06:29 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে আহত হয়েছেন একজন।
শুক্রবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা রেল গেইটে এবং বেলা ১১টায় সদরের গাইদঘাট রেলক্রসিংয়ে এসব ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ মাসুদ রানা।
নিহত আলামিন হোসেন (২৯) দর্শনা থানার ডিহি কৃষ্ণপুর গ্রামের ঝন্টু আলীর ছেলে। আহত আলমসাধু চালক ইসরাফিল হোসেনকে (৪০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
মাসুদ রানা জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাইদঘাট রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রুপসা এক্সপ্রেস’ ট্রেনটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে আলমসাধুটি দুমড়ে মুচড়ে এর চালক গুরুতর আহত হন।
তিনি বলেন, সদর উপজেলার ছোটদুধপাতিলা রেল গেইটে বেলা ১১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় আলামিন মারা যান।
দুটি দুর্ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান রেলওয়ে পুলিশের কর্মকর্তা মাসুদ রানা।