সমাবেশে বক্তারা শোক মিছিলে বাধা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন।
Published : 26 Jul 2024, 05:56 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্মরণে বরিশাল নগরীতে বাম গণতান্ত্রিক জোটের শোক মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
শুক্রবার নগরীর ফকিরবাড়ি রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়।
বাসদের বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, বাম গণতান্ত্রিক জোট ও জাসদের উদ্যোগে বেলা ১১টার দিকে বাসদের দলীয় কার্যালয় থেকে শোক মিছিল করার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, “কিন্তু প্রশাসনের কর্মকর্তা, তিন শতাধিক পুলিশ-বিজিবি-আর্মি এসে ফকিরবাড়ি রোডে অবরুদ্ধ করে। এতে মিছিলের কর্মসূচি পণ্ড হয়েছে।”
বাধার মুখে ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বলে জানান মনীষা।
সমাবেশে মনীষা চক্রবর্তী ছাড়াও বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন।
সমাবেশে বক্তারা শোক মিছিলে বাধা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়াও কারফিউ তুলে নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও ইন্টারনেট চালু করার দাবি জানান তারা।
কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, “আমাদের সঙ্গে নেতৃবৃন্দের কোনো ঝামেলা হয়নি। তবে আইন ভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”