চর কুলকান্দিতে ফসলি জমিতে কাজ করতে খেয়া নৌকায় যাচ্ছিলেন কৃষকরা।
Published : 03 Apr 2025, 04:22 PM
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ৪০ কৃষকসহ নৌকা ডুবির পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন দুইজন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কুলকান্দি খেয়াঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম।
লাশ উদ্ধার হওয়া ৪০ বছর বয়সী বিল্লাল মণ্ডল কুলকান্দি মধ্যেপাড়ার সামছুল মণ্ডলের ছেলে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহারুল বলেন, অন্তত ৪০ জন কৃষক চর কুলকান্দিতে ফসলি জমিতে কাজ করতে যাচ্ছিলেন। তারা কুলকান্দি জিরো পয়েন্ট খেয়াঘাট থেকে নদী পার হবার সময় মাঝপথে ডুবে যায় খেয়া নৌকাটি।
“এ সময় সাঁতরে অন্যরা তীরে উঠলেও নিখোঁজ হন তিনজন।”
তিনি আরও বলেন, খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বিল্লাল মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়। অপর দুই কৃষককে উদ্ধারে অভিযান চলছে।
এছাড়া বিল্লাল মণ্ডলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।