নারায়ণগঞ্জে এইচপি কেমিকেল কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিষ্ঠানটি হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন করে থাকে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2023, 09:32 AM
Updated : 28 Feb 2023, 09:32 AM

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কেমিকেল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ স্টেশনের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ মঙ্গলবার বলেন, দুপুর দেড়টার দিকে উপজেলার দুপ্তারার এইচপি কেমিকেলে আগুন লাগে।  

সেখানে ফায়ার সার্ভিসের পূর্বাচল, আড়াইহাজার স্টেশনসহ মোট ১১টি ইউনিট কাজ করে। বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এইচপি কেমিকেলের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটি হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন করে থাকে।