তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Published : 08 Nov 2023, 09:08 AM
গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি জ্বালানি তেলের দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে নাওজোড় (ফ্লাইওয়ে) এলাকার দোকান থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা রফিকুল ইসলাম।
নিহত রহিম মিয়া (৩০) ঝালকাঠি জেলার সদর উপজেলার চুন্নু মিয়ার ছেলে। তিনি নাওজোর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহাসড়কের পাশে দোকান নির্মাণ করে সেখানে গাড়িতে তেল বেচা-কেনার ব্যবসা করতেন রহিম। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই দোকানের ভেতর চৌকির উপর তাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন।
তারা বাসন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা রফিকুল বলেন, “সুরতহালে নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।