শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসেন কাঠ ব্যবসায়ী আমিনুল।
Published : 31 Mar 2024, 04:41 PM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে অপহৃত হওয়া এক কাঠ ব্যবসায়ীকে গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর এ তথ্য জানান।
উদ্ধার হওয়া আমিনুল হক ভাসানীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি একজন কাঠ ব্যবসায়ী।
গ্রেপ্তাররা হলেন- দীঘিনালা উপজেলার মো. রাকিব হোসেন এবং মো. সহিদুল হোসেন।
পুলিশ সুপার মুক্তা বলেন, “শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসেন কাঠ ব্যবসায়ী আমিনুল। এ সময় তাকে বাগান দেখানোর কথা বলে গহীন পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা ।”
তিনি বলেন, এরপর অপহৃত আমিনুলের মোবাইল থেকে ফোন করে তার পরিবারের সদস্যদের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।
“বিকেলে ঘটনায় জড়িত সন্দেহে দীঘিনালার জামতলী এলাকা থেকে রাকিব এবং সহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকার গহীন এক পাহাড় থেকে আমিনুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
এসপি বলেন, এই ঘটনায় অপহৃত আমিনুলের ছেলে বাদী হয়ে দীঘিনালা থানা মামলা করেছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপহৃত ব্যবসায়ী আমিনুল হক ভাসানী বলেন, “সকালে দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকা বাগান দেখানোর কথা মোটরসাইকেলে করে আমাকে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এ সময় চার ব্যক্তি আমাকে শারীরিকভাবে নির্যাতন করে টাকা দাবি করে।
“আমার মোবাইল নিয়ে পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়। ঘটনার পর বিকেলে পুলিশ আমাকে উদ্ধার করে।”