বগুড়ায় স্কুলছাত্র হত্যা: ২ আসামি গ্রেপ্তার

মঙ্গলবার সকালে শাজাহানপুরের বানারশি গ্রামের একটি কচুক্ষেত থেকে শিশিরের লাশ উদ্ধার করে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 05:49 PM
Updated : 10 August 2022, 05:49 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্কুলছাত্র ফাহিম ফয়সাল শিশির হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সাজাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মৃত রোস্তম আলী আকন্দের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫) ও উপজেলার বেতগাড়ী এলাকার নূর আলমের ছেলে ওমর আলী (২২)। তারা দুজনই স্কুলছাত্র শিশির হত্যা মামলার আসামি।

নিহত শিশির উপজেলার ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাতে শরাফত ইসলাম জানান, মঙ্গলবার সকালে এক ব্যক্তি ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে কচুক্ষেতের ভেতর শিশিরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

“শিশিরের বুকে ও পিঠে প্রায় অর্ধশত ছুরিকাঘাতের চিহ্ন ছিল।”

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, শিশির খুনের ঘটনায় তার মা জান্নাতী খাতুন শাপলা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও তদন্ত চলছে। শিগগিরই হত্যার রহস্য উন্মোচন হবে।