চিঠি পাওয়ার দুই দিনের মধ্যে তাকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
Published : 08 Dec 2023, 02:22 PM
নরসিংদীর মাধবদীতে ‘নৌকার লোকেরা পলাইবার জায়গা পাবে না’ উল্লেখ করে বক্তব্যদানকারী আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
‘উস্কানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলামকে বৃহস্পতিবার রাতে এই নোটিশ দিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন।
চিঠি পাওয়ার দুই দিনের মধ্যে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামানের পক্ষে বুধবার আয়োজিত এক মতবিনিময় সভায় মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের বক্তব্য প্রদানের একটি ভিডিও জাতীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বক্তব্যের এক পর্যায়ে সিরাজুল ইসলামকে ‘নৌকার লোক পালাবার জায়গা পাবে না’ বলতে শোনা যায়; যা একটি নির্দিষ্ট দলীয় প্রতীকের সমর্থকদেরকে হুমকি প্রদানের সামিল এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ১১ এর সুস্পষ্ট লঙ্ঘন।
“যার প্রেক্ষিতে জনৈক মালিক মোহাম্মদ রাজিব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী এবং রিটার্নিং অফিসার, নরসিংদী বরাবর একটি অভিযোগ দাখিল করেন।”
এ অবস্থায় ‘উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদানের মাধ্যমে’ একটি নির্দিষ্ট দলীয় প্রতীকের সমর্থকদেরকে হুমকি প্রদান করার কারণে এবং 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর বিধি ১১(ক) লংঘন করায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না; তা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
বুধবার বিকালে নরসিংদীর মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কামরুলের পক্ষে আয়োজিত সভায় ওই বক্তব্য দেন।
পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে সিরাজকে বলতে শোনা যায়, “নৌকা বলি না, আমরা হিরুর নৌকা বলি, হিরু, হিরু। হিরুর (নৌকার প্রার্থী) লোকেরা পলাইবার জায়গা পাবে না। ৭ তারিখ যে জাগরণ সৃষ্টি হবে এই নরসিংদীতে এই জাগরণের পরিণতিতে কামরুল ভাই (আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী) বিপুল ভোটে জয়ী হবে।
“মাধবদীর মেয়র মোশারফ সাব বক্তব্য দেওয়ার পরে দক্ষিণ এলাকার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় গণজাগরণ তৈরি হবে ইনশাল্লাহ। এই গণজাগরণে কেউ বাধা দিতে পারবে না। আপনারা যখন জানবেন মাধবদীর মেয়র মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের জন্য নামছেন, তখন কেউ বাধা দিতে পারবে না। কাল থেকে হিরোর নৌকার লোক পলানোর জন্য জায়গা পাবে না। নৌকার লোক পালানোর সুযোগ পাবে না।”
এ সময় সভায় উপস্থিত থাকা স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা কিছুটা হাসাহাসি করেন। তখন সিরাজ নিজেই বক্তব্য সংশোধন করে বলেন, “হিরোর নৌকার লোক পালানোর সুযোগ পাবে না।”
পরে এ বিষয়ে নরসিংদী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (হিরু) বলেন, “তিনি আওয়ামী লীগের পদধারী নেতা। অন্যায় হলে তিনি ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, তার স্বাধীনতা আছে।
“কিন্তু আওয়ামী লীগের নেতা হয়ে নৌকার বিরুদ্ধে কথা বলতে পারেন না। তিনি নির্বাচনি আচরণ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।”
এ বিষয়ে সিরাজুল ইসলাম সিরাজ শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শোকজের চিঠি পেয়েছেন। এর জবাব দিতে শনিবার তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবেন।
পুরানো খবর