দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটিকে আটক করে চালক মাসুমকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে।
Published : 14 Feb 2025, 01:43 AM
কুমিল্লা নগরীতে অটোরিকশার ধাক্কায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে টমছমব্রিজ এলাকায় আঞ্জুমানে মফিদুল ইসলামের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. মহিনুল ইসলাম।
নিহত ১১ বছর বয়সী মাইনুল হাসান কুমিল্লার শাকতলা এলাকার অটোরিকশা চালক মফিজুল ইসলামের ছেলে। সে ওই এলাকার জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ছিল।
মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ ঈসমাইল জানান, মাইনুল ১৫ পারা কোরআন শরীফ হাফেজি শেষ করেছে। প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকালেও সে মাদরাসা থেকে বাড়ি ফেরার জন্য অন্য শিক্ষার্থীদের সঙ্গে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
নিহত মাইনুলের বাবা মফিজুল ইসলাম সন্তান হারানোর বেদনায় প্রায় বাকরুদ্ধ হয়ে আছেন। তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ওসি মহিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটিকে আটক করে চালক মাসুমকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে।
ঘটনার পর থানার একজন কর্মকর্তা শিশুটির পরিবারের খোঁজখবর নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।