মোটরের সাহায্যে পানি দেওয়ার সময় সঞ্চালনের তারে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।
Published : 26 Aug 2024, 10:29 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান।
নিহতরা হলেন- ওই এলাকার চাঁন মিয়া প্রধানের ছেলে রুবেল (৩৫) ও রাজিব (৩২)।
পরিবারের বরাতে পুলিশ জানায়, মোটরের সাহায্যে পানি দেওয়ার সময় সঞ্চালনের তারে লেগে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, “এ ব্যাপারে কেউ এখনও অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে দেখা হবে।”