‘পরিবার নিয়ে বিরূপ মন্তব্যে’ তরুণকে হত্যা, ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

বরিশালের পুলিশ জানায়, বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে একা বাড়ি ফেরার পথে আলী হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 03:38 PM
Updated : 11 March 2023, 03:38 PM

বরিশালের মুলাদী উপজেলায় কলেজ শিক্ষার্থী ইউসুফ আলী হত্যা মামলায় এক তরুণকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৮ এর সিপিএসসির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

গ্রেপ্তার শাওন শরীফ (২০) মুলাদী উপজেলার চরপদ্ম গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা ক্যাপিটাল কলেজের শিক্ষার্থী।  

একই গ্রামের বাসিন্দা কলেজছাত্র ইউসুফ আলী ওরফে আলী হোসেন মীরকে (২০) গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে কুপিয়ে হত্যা করা হয়। এসএসসি পাশ করে ঢাকায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন আলী হোসেন।

মুলাদী থানার ওসি তুষার কান্তি মণ্ডল বলেন, এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি মুলাদী থানায় ওই কলেজ ছাত্রের বাবা বাবুল মীর বাদী হয়ে শাওনসহ দুইজন নামধারী ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

“৭ মার্চ শাকিল হোসেন (১৭) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার জবানবন্দি অনুযায়ী র‌্যাব হত্যার মূল পরিকল্পনাকারী শাওনকে গ্রেপ্তার করেছে।” 

ওসি বলেন, “শাওনের বোন ও পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আলী হোসেনকে হত্যা করা হয়েছে। হত্যায় আটজন জড়িত ছিল।” 

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আওলাদ বলেন, ৮ মার্চ শাকিল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

১৫ ফেব্রুয়ারি বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে একা বাড়ি ফেরার পথে আলী হোসেনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে গোসাইর হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শরীয়তপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

র‌্যাব-৮ এর সিপিএসসির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকে র‌্যাব ছায়াতদন্ত করে। আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে। 

আরও পড়ুন 

Also Read: বান্ধবীর গায়ে হলুদ থেকে ফেরার পথে তরুণকে কুপিয়ে হত্যা