একজন বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন আরেকজন।
Published : 28 Mar 2024, 03:43 PM
চট্টগ্রামে পরকীয়া প্রেম থেকে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন (৫২) ওই এলাকারই বাসিন্দা।যার সঙ্গে তার বিরোধ, সেই শাহাদাত হোসেনকে পুলিশ খুঁজছে।
আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “শাহাদাত ও তার সহযোগীরা মিলে আনোয়ারের মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে। তাতে আনোয়ারের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর শাহাদাত পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করা হয়।”
আনোয়ারের পরিবারের বরাত দিয়ে ওসি সোহেল বলেন, আনোয়ার ও শাহাদাত একসময় পরস্পরের ঘনিষ্ঠ ছিলেন। বছর দশেক আগে আনোয়ার ছিলেন বিদেশে। এর মাঝে তার স্ত্রীর সঙ্গে শাহাদাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পালিয়ে বিয়ে করেন।
“আনোয়ারও দেশে এসে পুনরায় বিয়ে করেন। কিন্তু বিষয়টি নিয়ে শাহাদাতের ওপর ক্ষুব্ধ ছিলেন আনোয়ার। দুই জনের কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”