ঘটনাস্থলেই আটোরিকশার ওই যাত্রীর মৃত্যু হয়, বলছে পুলিশ।
Published : 15 Nov 2024, 06:53 PM
টাঙ্গাইল কালিহাতী উপজেলায় পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশার যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুর এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান।
নিহত ৫২ বছর বয়সী আনোয়ার হোসেন সখিপুর উপজেলা হাঁড়িঙ্গাচালা গ্রামের মজুর আলীর ছেলে।
তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি নান্নু বলেন, “এলেঙ্গা থেকে কালিহাতীগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটোরিকশার এক যাত্রী নিহত হয়।
“আহত হন আটোরিকশার চালকসহ দুইজন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”
আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।