ছেলের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে হাতেম ঘর থেকে পালিয়ে যায়।
Published : 27 Jun 2024, 03:32 PM
যশোরের মনিরামপুর উপজেলায় স্ত্রীর গলাকেটে হত্যার চেষ্টার পর নিজেই এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।
বৃহম্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের ঝাউতলা গ্রাম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান।
নিহত ৪৮ বছর বয়সী উজির আলী ওই গ্রামের বাসিন্দা। তার পৈত্রিক বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ বালিধা গ্রামে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
তার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
উজিরের ৩৫ বছর বয়সী স্ত্রী রোজিনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ওসি মেহেদী মাসুদ বলেন, “পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ভ্যানচালক হাতেম আলী ধারাল বটি দিয়ে তার স্ত্রী রোজিনার গলা কেটে হত্যার চেষ্টা করেন।
“এ সময় তাদের ছেলের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে হাতেম ঘর থেকে পালিয়ে যায়। এরপর সকালে বাড়ির পাশের একটি সজনে গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।"
এদিকে রাতেই প্রতিবেশিরা রোজিনাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন বলে জানান ওসি মেহেদী মাসুদ।
নিহতের প্রতিবেশিদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “উজির ও তার স্ত্রী রোজিনা তাদের এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঝাউতলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুজনই একাধিক বিয়ে করেছেন।”