যাবজ্জীবন ছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
Published : 23 Apr 2025, 08:28 PM
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় দেন বলে রাষ্ট্র পক্ষের আইনজীবী কোহিনুর বেগম জানান।
দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের বাসিন্দা।
যাবজ্জীবন ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মাদকের জন্য টাকা না পেয়ে এর আগেও স্বজনদের মারধরের ঘটনায় তিনি কারাভোগ করেন।
মামলার নথি থেকে জানা গেছে, সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে পরিবার থেকে চিকিৎসা করানো হয়। এরপরও তিনি মাদক ছাড়েননি।
২০১৮ সালের ৩ জুন বিকালে মাদকের টাকা না দেওয়ার জেরে খালে থাকা নৌকা থেকে কাঠ উঠানোর সময় সুমন তার বাবা তাজুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান।
বাড়ির লোকজন তাজুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তাজুল ইসলামের মেয়ে হালিমা বেগম পাখি বাদী হয়ে আপন ছোট ভাই সুমনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেন।
পরে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই সময়কার হাজীগঞ্জ থানার এসআই মো. খলিলুর রহমান চৌধুরী।
তিনি ২০১৯ সালের ১৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন।
পিপি কোহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় সাত বছর চলাকালীন ১৪ জনের সাক্ষ্য নেয় আদালত। আসামি তার অপরাধ স্বীকার করেছেন।
আসামি পক্ষে ছিলেন স্টেট ডিফেন্ড আইনজীবী শফিকুল ইসলাম ভুঁইয়া।