খেলতে বের হয়ে বাড়ি ফিরে না আসায় সন্ধ্যার পর অভিভাবকেরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
Published : 03 Nov 2024, 10:20 AM
শেরপুরে সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. সরোয়ার জাহান।
মৃত শিশুরা হল- ওই এলাকার মো. সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মো. মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
ইউপি চেয়ারম্যান সরোয়ার জাহান বলেন, শনিবার বিকালে মাহিন ও জুনায়েদ খেলতে বের হয়েছিল। কিন্তু বাড়ি ফিরে না আসায় সন্ধ্যার পর অভিভাবকেরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে শিশু দুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা গেছে।
শেরপুর সদর থানার ওসি মো. জুবাইদুল আলম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবাইলে করে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে থানায় কোনো অভিযোগ আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।