তারা জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। একইসঙ্গে বিভিন্ন স্টেশনে আরও কিছু ট্রেন আটকা পড়ে।
Published : 10 Sep 2024, 01:53 AM
ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী সব ট্রেনের গাজীপুরের শ্রীপুরে যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে করছেন স্থানীয়রা।
শ্রীপুর রেল স্টেশন চত্তরে সোমবার বেলা ১১টা থেকে প্রায় তিনঘণ্টার এই মানববন্ধনে উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবি-পেশাজীবি, চাকুরীজীবি, আইনজীবি, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় সব শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন।
এ সময় তারা জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। একইসঙ্গে বিভিন্ন স্টেশনে আরও কিছু ট্রেন আটকা পড়ে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান।
এতে চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা।
মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শ্রীপুরে জীবিকার তাগিদে দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস করেন। রাজধানীর পাশের জেলা হলেও যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক বছর ধরেই ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ আন্তনগর ট্রেনগুলোর যাত্রা বিরতির দাবি জানিয়ে আন্দোলন করছিল স্থানীয়রা ।
তাদের আন্দোলনের মুখে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হলেও বাকী ট্রেনগুলোর যাত্রাবিরতি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে বেলা দুইটার দিকে বিক্ষোভকারীরা রেলপথ থেকে সরে যান বলে জানান স্টেশনের মাস্টার সাইদুর রহমান।