চোরেরা তালা ভেঙে ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি বাইক নিয়ে গেছে, বলেন ওসি।
Published : 02 Nov 2024, 06:29 PM
কুষ্টিয়ার ভেড়ামারা থানা চত্বর থেকে চুরি যাওয়া পুলিশের তিন বাইক উদ্ধার হয়নি তিন দিনেও।
ওই থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে দেয়াল বেষ্টিত ও সিসি ক্যামেরার আওতাধীন ভেড়ামারা থানা চত্বরের গ্যারেজ থেকে পুলিশের তিনটি বাইক চুরি হয়।
থানায় কর্মরত এসআই আলামিন হোসেন, কনস্টেবল মাসুদ ও সোহেল রানা বাইক তিনটি রেখেছিলেন।
ডিউটি শেষ করে ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পান, তাদের বাইক তিনটি নেই।
ওসি শহিদুল ইসলাম আরও বলেন, “চোরেরা লক ভেঙে ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি বাইক নিয়ে গেছে। বাইকগুলো উদ্ধারে অভিযান চলছে।”