বাসের এক যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
Published : 17 Jan 2025, 12:01 AM
পিরোজপুরে বাস চাপায় পথচারী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের এক যাত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার শংকপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান।
নিহতরা হলেন, সদরের পূর্ব উত্তর শংকরপাশার রিয়াদ কাজী (২০) ও ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের মো. শাহিন (৩০)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহনের একটি বাস পিরোজপুর থেকে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রিয়াদ ও শাহিনকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে গুরুতর আহত রিয়াদ-শাহিন ও এক যাত্রীকে উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহিনও মারা যান।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।