বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার।
Published : 29 Jan 2024, 04:52 PM
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাহাড় কাটার দায়ে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন জানান।
তিনি বলেন, পাহাড় কেটে জমি ভরাট করছিলেন জাফর। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার দায় স্বীকার করে তিনি।
“এরপর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) অনুসারে তাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।”
তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় তাকে কারাদণ্ড দেওয়া হয়নি বলে জানান তিনি।