ট্রলারে প্রায় ১৪ থেকে ১৫‘শ সিমেন্টের প্যাকেট রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় সোমবার বিকালে তারা মারা যান বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান।
পুলিশ এখনও নিহতদের পরিচয় উদ্ধার করতে পারেনি।
ওসি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ঢাকা যাচ্ছিল ট্রাকটি। ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
দুর্ঘটনায় পড়া গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে বলে জানান ওসি সুখেন্দু বসু।