মামলার পর আটকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানায় বিজিবি।
Published : 26 Aug 2024, 11:49 PM
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।
সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান, দানাজপুর বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার রেজাউল।
আটকরা হলেন- পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হর মোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়।
হাবিলদার রেজাউল বলেন, দুপুরে দানাজপুর সীমান্ত এলাকা দিয়ে প্রায় ১০০ মানুষ অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য জড়ো হন। খবর পেয়ে বিজিবি তাদের ধাওয়া দেয়। তখন পালানোর সময় ওই চারজনকে আটক করে বিজিবি। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে মোটরসাইকেলসহ আটকদের দানাজপুর ক্যাম্পে আনা হয় জানিয়ে রেজাউল বলেন, “সন্ধ্যায় পীরগঞ্জ থানায় মামলা করে আটক চারজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
একই কথা জানিয়েছেন, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসান উল ইসলাম।