সাজাপ্রাপ্ত কাইয়ুম জেল হাজতে পাঠাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইউএনও।
Published : 05 Jun 2024, 03:53 PM
চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃঞ্চ পাল জানান।
দণ্ডিত মো. কাইয়ুম (৩৫) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর নগর গ্রামের বাসিন্দা।
ইউএনও অরুণ বলেন, কাইয়ুম একবার ভোট দেওয়ার পর আবারও ছদ্মবেশে কেন্দ্রে এসে প্রবেশ করে ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জাল ভোট দিতে আসার বিষয়টি স্বীকার করেন।
“পরে কর্তব্যরত জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।”
অরুণ কৃঞ্চ পাল বলেন, সাজাপ্রাপ্ত কাইয়ুম জেল হাজতে পাঠাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।