এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Published : 30 Jul 2024, 09:42 PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালক।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ধলাপাড়া-দেওপাড়া আঞ্চলিক সড়কের মলাজানি এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান।
নিহত ৫৭ বছর বয়সী হারুন অর রশিদ দেওপাড়া ইউনিয়নের সড়াশাক গ্রামের প্রয়াত হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় রামদেবপুর দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন।
গুরুতর আহত মোটরসাইকেল চালক একই ইউনিয়নের কালিয়ান গ্রামের বিপ্লব হোসেন ছেলে রাসেলকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে হারুন মাদ্রাসা থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে মলাজানি সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হারুন ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেল চালক রাসেলকে গুরুতর অবস্থায় প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আবু ছালাম।