বালু ও মাটি ব্যবসার দ্বন্দ্বে ২০১৭ সালের ১৭ ডিসেম্বর পাংশা উপজেলায় শাফিন খানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
Published : 27 Jan 2025, 08:02 PM
পাংশা উপজেলায় বালু ব্যবসায়ীকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজবাড়ীর একটি আদালত।
সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন দুই আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা থানার বারইপাড়া গ্রামের ছালাম মোল্লার ছেলে আরিফ মোল্লা এবং একই এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে রুহুল আমীন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ী জেলার সামাদ মণ্ডল, ওয়াহেদ আলী প্রামাণিক, পাবনার রশিদ কাজী, কুষ্টিয়ার রাজিব মোল্লা, সবুজ মোল্লা ও সাগর মোল্লা।
রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরিফ মোল্লা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদ কাজী পলাতক ছিলেন।
মামলার বরাতে আইনজীবী বলেন, বালু ও মাটি ব্যবসার দ্বন্দ্বে ২০১৭ সালের ১৭ ডিসেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদীর পাড়ের একটি আখ ক্ষেতে কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের আবু বক্কর খাঁনের ছেলে শাফিন খানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
পরদিন শাফিন খানের ভাই মো. ফরিদ হাসান খান পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয়জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছে আদালত।